রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশ সদস্য পারভেজের দাফন সম্পন্ন

|

ছবি: সংগৃহীত

ঢাকায় সংঘর্ষের সময় নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের দাফন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার দৌলতপুরে পিএস উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।

নিহত পারভেজ ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন-৩’এ কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে দৌলতপুরে আনা হয় পারভেজের মরদেহ। এ সময় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পুলিশের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। পরে শ্রদ্ধা জানান সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক রেহেনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন প্রমুখ।

উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) সংঘর্ষে গুরুতর আহত হন পারভেজ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে সোয়া ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার (২৯ অক্টোবর) বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে তার প্রথম জানাজা সম্পন্ন ‍হয়।

/আরএইচ /এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply