হলি আর্টিজানে হামলা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

|

ফাইল ছবি

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে আলোচিত জঙ্গি হামলা মামলায় সাতজনের ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিলের রায় হতে যাচ্ছে আজ। বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৩০ অক্টোবর) এ রায় ঘোষণা করার কথা রয়েছে।

এর আগে বিচারিক আদালতের রায়ের পর নিয়ম অনুসারে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও খালাস চেয়ে করা আসামিদের জেল আপিল শুনানি হয়। পরে মামলার নথিপত্র বিচারিক আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়।

২০১৬ সালে ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গি সদস্যরা। হামলায় বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হয়। এরপর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। টানা এক বছর ধরে চলে বিচারিক কার্যক্রম। ২০১৯ সালের ২৭ নভেম্বর রায়ে একজনকে খালাস দিয়ে সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply