নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

|

ফাইল ছবি।

নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। বিভ্রান্ত না হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে প্রেস কনফারেন্সে এ কথা বলেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু না পেয়ে, এটাকে ইস্যু বানানোর চেষ্টা করছে একটি গোষ্ঠী। শিক্ষার্থীদের অনেকেই নতুন ভোটার উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, তাদের শিক্ষা জীবন অনেকটা অনিশ্চিত হয়ে পড়ছে। শিক্ষা ব্যবস্থা জিম্মি করে রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।

তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা আগের চেয়ে বেশি পড়বে। শুধু জ্ঞান নয়, দক্ষতা অর্জন করতে পারবে। তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটাবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশনা মানছে না বা অপপ্রচারের সাথে জড়িত, তাদের খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply