সুন্দরবনের মান্দারবাড়িয়া থেকে ভাসমান অবস্থায় তিন জেলে উদ্ধার

|

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা :

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া এলাকা থেকে ভাসমান তিন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (৩০ অক্টোবর) সকালে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব জেলেরা খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশ রক্ষা অভিযানের টহলের সময় সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া দ্বীপে তিন জেলেকে উদ্ধার করা হয়। গত ২৮ অক্টোবর সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া এলাকায় সমুদ্রে মাছ ধরার সময় জেলেদের নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সেটি ভাসতে থাকে এবং একপর্যায়ে সেটি ডুবে যায়। পরবর্তীতে জেলেরা উত্তর মান্দারবাড়িয়া দ্বীপে আশ্রয় গ্রহণ করে। সেখান তারা অনাহারে জীবনযাপন করছিল। সেখান থেকেই তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকতা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply