নতুন এক মাইলফলকের সামনে মাশরাফী

|

ব্যক্তিগত অর্জন তার কাছে বিশেষ অর্থবহ করে না। তবু, রেকর্ডের পাতায় লেখা হয়ে যায় অনেক কিছুই। নতুন এক মাইলফলকের সামনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আর মাত্র ৩ উইকেট পেলেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। সেই সঙ্গে ছাড়িয়ে যাবেন কিংবদন্তি দুই পেসার কপিল দেব ও চামিন্দা ভাসকে।

ইতিমধ্যে শোয়েব আখতারকে ছুঁয়ে ফেলেছেন মাশরাফি। সীমিত ওভারের ক্রিকেটে দু’জনেরই এখন উইকেট ২৪৭টি করে।

এখন পর্যন্ত ১৯১টি ম্যাচ খেলেছেন মাশরাফি। এতেই সংগ্রহ করেছেন ২৪৭ উইকেট। আর ৩টি পেলেই প্রথম বাংলাদেশি হিসেবে আড়াইশ’ উইকেটের ঘরে ঢুকে যাবেন। ওয়ানডেতে দ্রুততম ২৫০ উইকেট পাওয়া বোলারের তালিকায় পেছনে ফেলবেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব ও লঙ্কান সুইং জাদুকর চামিন্দা ভাসকে।

২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে কপিলের লেগেছিল ২১৮ ম্যাচ। চামিন্দা ভাস সেটি স্পর্শ করেছেন ২০৪ ম্যাচর। আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট পেলেই ১৯২ ম্যাচেই এ কীর্তি গড়বেন নড়াইল এক্সপ্রেস। তবে, রেকর্ড নিয়ে যে ম্যাশ আলাদা করে ভাবছেন না, এটা আর না বললেও চলছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply