৩০ নভেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৈরি পোশাক শিল্প সেক্টরের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আরও জানান, মজুরি কাঠামো নিয়ে গঠিত বোর্ড কাজ করছে। এরইমধ্যে তারা ৪টি সভা করেছে।
তিনি আরও বলেন, গাজীপুরসহ কয়েকটি জায়গায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ ইস্যুতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিএনপি মজুরি ইস্যুতে শ্রমিকদের ক্ষিপ্ত করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে।
/এমএন
Leave a reply