ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ ভালো করছে, বাটলারদের খোঁচা মাইকেল ভনের

|

ফাইল ছবি

বিশ্বকাপে নিজেদের খেলা ছয় ম্যাচের ৫টিতেই হেরেছে বাংলাদেশ। জয় কেবলমাত্র আফগানিস্তানের বিপক্ষে। এমন বাজে পরফরম্যান্সের কারণে সাকিবের দলের অবস্থান পয়েন্ট টেবিলের ৯ নম্বরে। বাংলাদেশের পেছনে আছে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। জশ বাটলাররাও ছয় ম্যাচ খেলে জয় পেয়েছে একটিতে। ফলে রান রেটে পিছিয়ে থেকে তাদের অবস্থান টেবিলের ১০ নম্বরে।

এমন পারফরম্যান্সের কারণে ইংল্যান্ড দলকে খোঁচা দিলেন দেশটির সাবেক ক্রিকেটার মাইকেল ভন। মজা করে বলেন, বাংলাদেশ ইংল্যান্ডের চেয়ে একটু ভালো করছে। ক্রিকবাজে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পূর্ব আলোচনায় এমন মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে ভন বলেন, বাংলাদেশ আমাকে হতাশ করেছে। দিনেশ কার্তিক আগে বলছিলো, বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে সুনাম কুড়িয়েছিলো, যার বেশির ভাগ অবশ্য এসেছে ঘরের মাঠের ধূলিমাখা উইকেটে সিরিজ জিতে। নেদারল্যান্ডসের বিপক্ষে হারা, ১৪২ রানে অলআউট হওয়া আসলে গ্রহণযোগ্য নয়।

ভন আরও বলেন, দলটার মধ্যে কিছু একটা ঠিক নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে তুলনামূলক ছোট লক্ষ্যে কাছাকাছিও যেতে পারেনি। উইকেট একটু কঠিন ছিল, তবে নাটকীয় কিছু তো ছিল না। খেলোয়াড়রা কি দলের জন্য খেলছে না, না-কি যে কৌশলে তারা খেলছে, সেটা কাজে লাগছে না। তারা একে অন্যের জন্য খেলছে না, এটা উদ্বেগের।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply