‘এখন যুদ্ধের সময়’, অস্ত্রবিরতির সম্ভাবনা উড়িয়ে দিলেন নেতানিয়াহু

|

ছবি: রয়টার্স

‘এখন যুদ্ধের সময়’। অস্ত্রবিরতির সম্ভাবনা উড়িয়ে দিয়ে এমন মন্তব্য করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসির।

সোমবার (৩০ অক্টোবর) তেলআবিবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, অস্ত্রবিরতি নিয়ে ইসরায়েলের অবস্থান স্পষ্ট। বলেন, তেল আবিবকে অস্ত্রবিরতির আহ্বান জানানোর অর্থ হলো হামাস ও সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পন করতে বলা।

স্থল অভিযানের মধ্য দিয়ে জিম্মিদের উদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করেন নেতানিয়াহু। বলেন, হামাসকে চাপে না ফেলার কোনো বিকল্প নেই। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে ‘বর্বর’ বলে আখ্যা দেন ইহুদি প্রধানমন্ত্রী। বলেন, ইরানের তৈরি করা শয়তানের বলয়ের অংশ।

নেতানিয়াহু বলেন, পার্ল হারবারে বোমা হামলা বা নাইন ইলেভেনের হামলার পর যেমন যুক্তরাষ্ট্র কোনো অস্ত্রবিরতিতে রাজি হয়নি, তেমনি ইসরায়েলও ৭ অক্টোবরের ঘটনার পর হামাসের বিরুদ্ধে অভিযান বন্ধ করবে না। বাইবেলে আছে– শান্তির সময় যেমন আছে, যুদ্ধের সময়ও আছে। আর এটাই সেই যুদ্ধের সময়, ভবিষ্যতের জন্য লড়াই। ইসরায়েল যুদ্ধ শুরু করেনি, তবে জয়ী হবে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply