এক দিনেই ৪৪ দলের সাথে বৈঠকে বসতে চায় ইসি

|

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আবারও সংলাপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে দুই ভাগ হয়ে আগামী ৪ নভেম্বর ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার কথা জানিয়েছে কমিশন।

মঙ্গলবার (৩১ অক্টাবর) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতির বিষয়ে জানাতে এই সংলাপ করবে কমিশন।

জানা গেছে, আগামী ৪ নভেম্বর ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে কমিশনের। সকাল ও বিকেলে ২২টি করে দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

এদিকে, এ বিষয়ে বিএনপির কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ইসির ডাকা সংলাপে সাড়া দেয়নি বিএনপি। তবে দলটিকে আবারও আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বর মাসের শুরুতে বা মাঝামাঝি ঘোষণা করবে নির্বাচন কমিশন। জানুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

/এমএইচ /এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply