বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে এ দুই নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলায় মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালকে আসামি করা হয়েছে। এসব মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার মির্জা আব্বাসের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬।
গ্রেফতারের পর বিএনপির এই দুই নেতাকে ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। আগামীকাল তাদেরকে আদালতে সোর্পদ করা হবে।
/এমএন
Leave a reply