বেশ কয়েকজন বিদেশি জিম্মিকে মুক্তি দেয়ার পরিকল্পনা করছে হামাস। মধ্যস্থতাকারীদের এ বিষয়ে আশ্বাস দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। খবর রয়টার্সের।
মঙ্গলবার (৩১ অক্টোবর) টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওবার্তায় এসব তথ্য জানান হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। তবে কোন্ দেশের বা কতজন নাগরিকদের ছাড়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এক দিন আগে হামাসের জিম্মা থেকে ইসরায়েলের এক সেনা উদ্ধারের দাবি অস্বীকার করেছেন উবায়দা। তিনি বলেন, গাজার আরও কয়েকটি গোষ্ঠীর হেফাজতেও রয়েছে অনেক জিম্মি। আল কাশেম ব্রিগেডের আস্তানায় হামলা চালিয়ে কাউকে মুক্ত করা হয়নি বলে দাবি করেন হামাস মুখপাত্র।
/এএম
Leave a reply