বাংলাদেশের বিদায়, সেমিতে যাওয়ার দৌড়ে এগিয়ে কারা?

|

বাংলাদেশের সমর্থকদের মন খারাপ। ছবি: এএফপি

বিশ্বকাপের সপ্তম রাউন্ডে পাকিস্তানের কাছে হেরে সবার আগে বাড়ি ফেরা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ৭ ম্যাচ শেষে টাইগারদের পয়েন্ট মাত্র ২।

৬ ম্যাচের ৬টিতে জিতে সবার ওপরে অবস্থান করছে টিম ইন্ডিয়া। সমান সংখ্যক ম্যাচে ৫ জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে সমান ৪টি করে জয় নিয়ে ৩য় ও ৪র্থ অবস্থানে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে এখনও টিকে রইলো পাকিস্তান। ৭ ম্যাচে ৪ পরাজয়ের পাশাপাশি ৩ জয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে তারা। আর বাংলাদেশ আছে ৯ নম্বরে। সমান ৩ জয় ও ৩ পরাজয় নিয়ে ৬ষ্ঠ অবস্থানে আফগানিস্তান। আর ১ জয় ও ৫ পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ভারত ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ৮ পয়েন্ট পেয়ে অনেকটাই এগিয়ে আছে সেমিফাইনালের দৌড়ে। আফগানিস্তান ৬ পয়েন্ট পেয়ে খুব একটা পিছিয়ে নেই, তারাও রেসে আছে। তবে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের জন্য সেমিফাইনাল খেলা খুব কঠিন– তাদের বরাতে জুটেছে মাত্র ৪ পয়েন্ট।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply