Site icon Jamuna Television

টাঙ্গাইলে সেরা মা-দের সম্মাননা প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি

‘মান সম্মত শিক্ষা-শেখ হাসিনার দীক্ষা’ স্লোগান নিয়ে টাঙ্গাইল পৌর এলাকার বেড়াবুচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও সেরা মা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান প্রধান অতিথি থেকে তিনটি ক্যাটাগরিতে ২০জন সেরা মা, ২০জন সেরা নাম্বারধারী ছাত্র-ছাত্রী এবং ৫ জন সেরা দাতা সদস্যদের সম্মাননা প্রদান করেন।

বেড়াবুচনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সেরা মা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান।

বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুন নাহার, সহকারী শিক্ষা অফিসার মেরিনা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি খন্দকার আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেড়াবুচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান্দ আরা হক।

Exit mobile version