ডিসেম্বরেই নতুন মজুরি, তার আগে আন্দোলন অযৌক্তিক: বিজিএমইএ

|

ডিসেম্বর মাসেই নতুন মজুরি দেয়া হবে। এর আগে আন্দোলন করা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

বুধবার (১ নভেম্বর) সাধারণ সদস্যদের সভায় এ মন্তব্য করেছেন তিনি। বলেছেন, এভাবে আন্দোলন চললে ৪-৫ তারিখে মধ্যে বেতন দেয়া সম্ভব হবে না।

তৈরি পোশাক শিল্প খাতে কয়েকদিন ধরে অস্থিরতা চলছে। ঢাকা, গাজীপুরের বিভিন্ন অঞ্চলে শ্রমিকরা আন্দোলন করছে। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণেই বিজিএমইএ সভা ডাকে।

তাতে কারখানা ভাঙচুরের ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ।

বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম বলেন, এই শিল্প নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ফাঁদে যেসব শ্রমিক পা দিচ্ছেন, তারা নিজেদেরই সর্বনাশ করছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply