পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে বুধবার মধ্য রাতে ঝড়ের কবলে পড়ে দুইটি ইঞ্জিনচালিত মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর ১০ জেলেকে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা উদ্ধার করে।
বর্তমানে তারা সবাই সুস্থ আছেন। উদ্ধারকৃতদের মধ্যে মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। এরা হচ্ছে মিলন হাওলাদার (৪৫), মো. আক্কাছ (৪০), মো. জোবায়েত হোসেন (৩৭) ও ইমান উদ্দিন (২৮)। এদের সকলের বাড়ি রাঙ্গাবালী উপজেলার মৌডুবি গ্রামে।
গঙ্গামতি এলাকার চাপলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মসিউর রহমান উদ্ধার হওয়া জেলেদের বরাদ দিয়ে জানান, ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলার দু’টির ১০ জেলে জালের ফ্লোট (ভাসা) ধরে সাগরে প্রায় পাঁচ ঘন্টা ভেসে থাকে। এক পর্যায়ে সকালে কিনারে পৌঁছে। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
এদিকে গভীর সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বর্তমানে সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। জেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার জেলে ইতিমধ্যে উপকুলের বিভিন্ন বন্দরে নিরাপদ আশ্রায় নিয়েছে বলে জানান কুয়াকাটার আলীপুর এলাকার মৎস্য সমবায় সমিতির সভাপতি ও লতাপাচলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনসার উদ্দিন মোল্লা।
Leave a reply