হামাস যোদ্ধাদের কাছ থেকে জব্দকৃত বিপুল সংখ্যক অস্ত্রের প্রদর্শনী করলো ইসরায়েল

|

গত ৭ অক্টোবরের হামলার সময় হামাস যোদ্ধাদের কাছ থেকে জব্দ করা বিপুল সংখ্যক অস্ত্র প্রদর্শন করেছে ইসরায়েল। খবর হিন্দুস্তান টাইমসের।

বুধবার (১ নভেম্বর) ভারী অস্ত্রশস্ত্রের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক আর-পি-জি, থার্মোব্যারিক গ্রেনেড, রকেটসহ নানা ধরনের অস্ত্র। এগুলো দিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা চালায় হামাস যোদ্ধারা।

এর আগেও জব্দকৃত কিছু অস্ত্রের ভিডিও প্রকাশ করেছিল তেলআবিব। ইসরায়েলে স্বাধীনতাকামী সংগঠনটি যে পরিমাণ অস্ত্র নিয়ে প্রবেশ করেছিল, তার মাত্র ৩০ শতাংশ তারা ব্যবহার করতে পেরেছিল বলে দাবি করেছে ইহুদি সেনাবাহিনী।

এদিকে, প্রায় ১৪০০ মাইল দূর থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আলোচনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইহুদিদের ভূখণ্ডে ব্যালেস্টিক মিসাইল আর ড্রোন ছুড়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে সংগঠনটি। গত কয়েক বছরে, ইরানের সহায়তায় হুতিদের অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়েছে এসব দূরপাল্লার সমরাস্ত্র। এছাড়া রকেটসহ অনেক অত্যাধুনিক অস্ত্রও আছে হুতিদের কাছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply