চতুর্থ দিনের মতো মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, বিজিবি মোতায়েন

|

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর মিরপুরে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে মিরপুরের ১০ নম্বর গোল চত্ত্বর এলাকায় বিক্ষোভ করে তারা।

এ সময় গার্মেন্টস শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম বেড়েছে। তাই গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম বেতন ২৩ হাজার টাকা করার দাবি তাদের। বেতন বাড়ানোর ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শ্রমিকরা। সরকার ও গার্মেন্টস মালিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।

এদিকে, গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply