এবার ঘনবসতিপূর্ণ গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে চালানো ওই হামলায় নিহত হয়েছেন আল-জাজিরার ব্যুরো অফিসের সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ আবু আল কুমসানের পরিবারের ১৯ সদস্য।
শরণার্থীশিবিরে চালানো ওই হামলায় নিহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কাতার সরকার মালিকানাধীন গণমাধ্যম আল জাজিরা।
বিবৃতিতে বলা হয়েছে, আল জাজিরা জঘন্য এবং নির্বিচারে ইসরায়েলি বোমা হামলার তীব্র নিন্দা জানায়। এছাড়া ক্ষমার অযোগ্য এই ইসরায়েলি বাহিনীর জঘন্য বোমা হামলায় আবু আল কুমসানের বাবা, বোন, ভাইসহ মোট ১৯ জন নিহত হয়েছে। তেল আবিবের নির্বিচার হামলায় তার মতো গাজার অনেক বাসিন্দার পরিবারের বিপুল সদস্য হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। পরিবারের সবাই মারা যাওয়ায় অনেকের জানাজা-দাফনেও পাওয়া যাচ্ছে না কোনো স্বজন।
এর আগে, গত ২৫ অক্টোবর ইসরায়েলি বিমান হামলায় গাজায় আল জাজিরার আরবি বিভাগে কর্মরত সাংবাদিক ওয়ায়েল আল-দাহদু পরিবারের ১২ সদস্য নিহত হয়। এ ঘটনার কয়েকদিন পর এবার সামনে আসলো আরেক গণমাধ্যমকর্মীর পরিবারের ওপর বোমা-হামলার ঘটনা।
/এমএইচ
Leave a reply