ইউক্রেনের ১১৮টি শহরে মিসাইল হামলা চালালো রাশিয়া

|

আভদিভকার অধিকাংশ জনসংখ্যাকে সরিয়ে নেয়া হয়েছে কিন্তু দেড় হাজারেরও বেশি বেসামরিক নাগরিক রয়ে গেছে। ছবি: সংগৃহীত

ইউক্রেনে চলতি বছরের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় রুশ মিসাইলের আঘাতে একযোগে কেঁপে ওঠে ১১৮টি শহর। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

বুধবার (১ নভেম্বর) কিয়েভ জানায়, এদিন ইউক্রেনের ২৭টি প্রদেশের মধ্যে ১০টিতে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক ভবনও হয়েছে নৃসশংতার শিকার। সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে পূর্বাঞ্চলের দোনেৎস্কে। শুধু আভদিভকায় ৪০টির বেশি গোলাবর্ষণ করে পুতিন বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুই বেসামরিক।

২০টি হামলা প্রতিহতের দাবি জেলেনস্কি প্রশাসনের। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত ২৪ ঘন্টায় শতাধিক বসতি আক্রান্ত হয়েছে। দিনটিকে এ বছরে রুশ আগ্রাসনের সবচেয়ে ভয়াবহ দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

খারকিভ, খেরসন, বাখমুত ও নিপ্রোতে তীব্র গোলা বর্ষণে ঘটেছে হতাহতের ঘটনা। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। সীমান্তবর্তী ব্রায়ানস্ক, কার্স্ক অঞ্চলে ইউক্রেনের ছোঁড়া ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply