শুরুর ধাক্কা সামলে কোহলি-গিলের ব্যাটে লড়ছে ভারত

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করছে ভারত। ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে মেন ইন ব্লু’রা। তবে তরুণ ওপেনার শুভমান গিল ও অভিজ্ঞ ব্যাটার ভিরাট কোহলির ব্যাটে শুরুর ধাক্কা সামলে উঠেছে টুর্নামেন্টের হট ফেভারিট দলটি। পাওয়ারপ্লে শেষে ১ উইকেট হারিয়ে ৬০ রান তুলে ভারত।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই চার হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রোহিতকে বোল্ড করে সাজঘরে ফেরান লঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা। এই বাঁহাতি পেসারের ইন সুইং বলের লাইনই বুঝতে পারেননি ৪ রান করা রোহিত।

এরপর ক্রিজে আসেন ইনফর্ম ব্যাটার ভিরাট কোহলি। ২য় উইকেট জুটিতে তরুণ ওপেনার শুভমান গিলকে সঙ্গী করে দলের হাল ধরেন এই অভিজ্ঞ ব্যাটার। লঙ্কান বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারিতে পরিণত করেন ভিরাট। অন্যপ্রান্তে, শুরুতে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকলেও সময় গড়ানোর সাথে সাথে আক্রমণাত্মক হয়ে ওঠেন গিল। প্রথম পাওয়ারপ্লেতে এই দুই ব্যাটার মিলে ৬০ রান তুলে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮৫ রান। ভিরাট কোহলি আছেন ৩৯ রানে এবং শুভমান গিল আছেন ৩৪ রান নিয়ে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply