জানোয়ারেরও ধর্ম থাকলে বিএনপির তা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সরকারপ্রধান বলেন, জানোয়ারেরও একটি ধর্ম আছে, এদের (বিএনপি) সেই ধর্মও নেই। ওদের মধ্যে কোনো মনুষত্ব্যবোধ নেই। ওরা চুরি, লুণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। ওদের নেতা থেকে শুরু করে সবাই, ওদের সৃষ্টি যে করেছে সেই জিয়াউর রহমান তো আমার বাবা-মা-ভাইবোন সব হত্যার সঙ্গে জড়িত। আর খালেদা-তারেক জিয়া বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। তারা আবার দেশটাকে কোথায় নিয়ে যেতে চায়? নির্বাচন হয়েছিল, ২০০৯ সাল থেকে দেশে গণতান্ত্রিক ধারাবাহিক বিধিব্যবস্থা ছিল বলেই দেশ এগিয়ে গেছে।
দেশবাসীর প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর কাছে জানতে চাই কোন বাংলাদেশ চান তারা? এই সন্ত্রাসী, এই জঙ্গি, অমানুষগুলো? এদের সাথে কারা থাকে? এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে? আমার কথা হলো জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সেই ধর্মও নেই।
/এনকে
Leave a reply