প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইট-পাটকেল নিক্ষেপ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানী অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর। মির্জা ফখরুলের জামিন চেয়ে বৃহস্পতিবার (২ নভেম্বর) আবেদন করেন তার আইনজীবীরা। এর প্রেক্ষিতে জামিন শুনানীর দিন ধার্য করে আদালত।
গত ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক সমাবেশ ঘিরে প্রধান বিচারপতির বাসভবনে ভাংচুরের ঘটনা ঘটে। পরদিন সকালে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।
পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হলে জামিন আবেদন করা হয়। আদালত তখন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
/এনকে
Leave a reply