ইসরায়েলের নির্বিচার হামলা ও আগ্রাসনে গাজা উপত্যকায় ৯ হাজার ৬১ জনে পৌঁছালো প্রাণহানি। বৃহস্পতিবার (২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর এপির।
যে তালিকায় ৩ হাজার ৭৬০ জনই শিশু। তাছাড়া, নিহতদের মধ্যে আড়াই হাজারের কাছাকাছি নারী। এক সংবাদ বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা তুলে ধরেন এসব তথ্য।
তিনি আরও বলেন, ইসরায়েলি বর্বরতায় আহত ৩২ হাজারের বেশি মানুষ। আশঙ্কা করা হচ্ছে, এখনও ধ্বংসস্তূপের নীচে আটকা দুই হাজারের ওপর বাসিন্দা। তাদের উদ্ধারে নেই পর্যাপ্ত সরঞ্জাম। খালি হাতেই আত্মীয়-স্বজনরা চালাচ্ছেন তল্লাশি। তার মাঝেই অনবরত চলছে রকেট ও মিসাইল হামলা।
হামাসের দাবি, ৭ অক্টোবরের পর থেকে শতাধিক হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যে কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা, ছড়াচ্ছে বিভিন্ন ছোঁয়াচে রোগ।
/এএম
Leave a reply