ইসরায়েলের উত্তরাঞ্চলে অভিযান চালালো হামাস ও হিজবুল্লাহ

|

ছবি: রয়টার্স

ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে অভিযান চালালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে গুরুতর আহত হন ২ ইসরায়েলি। খবর দ্য গার্ডিয়ানের।

হামাসের সামরিক শাখা ‘কাশেম ব্রিগেড’ জানিয়েছে, কিরাত শামোনা শহর লক্ষ্য করে ৪টি রকেট ছোঁড়া হয়েছে। যা শিল্পাঞ্চলটির বেশকিছু ভবনের ক্ষতিসাধণ করে, বিশাল এলাকায় ছড়ায় আগুন।

একইসাথে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহও। উত্তরাঞ্চলের ১৯টি স্থানে হামলা চালানো হয়েছে এবং ইসরায়েলি সেনাবহরের সাথে গুলি বিনিময়ও হয়েছে বলে জানায় লেবাননের সশস্ত্র দলটি। শেবা এলাকায় ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে দুটি ড্রোন ছোঁড়ার কথাও জানিয়েছে হিজবুল্লাহ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply