দল যখন ভালো করে না, তখন মনে হয় দুনিয়া শেষ হয়ে গেলো: তামিম ইকবাল

|

আমরা ক্রিকেট নিয়ে এতোটা ইমোশনাল যে, যখন দল ভালো করে না, তখন মনে হয় দুনিয়া শেষ হয়ে গেলো। আর যখন ভালো করে, তখন মনে হয় দুনিয়া জয় করে ফেললাম। শুক্রবার (৩ নভেম্বর) একটি বেসরকারি পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে দেয়া বক্তব্যে এসব কথা বলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

দর্শকদের উদ্দেশে এই ওপেনার বলেন, এখন একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তবে আমি বলব, যতোটুকু সম্ভব বাংলাদেশ দলকে সাপোর্ট করুন। দর্শকরা তাদের হতাশা প্রকাশ করতেই পারে। কিন্তু একটু ভেবে দেখুন, ১৫ জন ছেলে ওইখানে খেলছে, তাদের পরিবারের ওপর এর কী প্রভাব পড়বে। দিনশেষে ওরাও তো মানুষ।

জাতীয় দলে নিজের ফেরা প্রসঙ্গে তামিম বলেন, আমি খেলছি কি খেলছি না, এটা কোনো ব্যাপার না। আমাদের এখন দেশের জন্য সমর্থন দেয়া দরকার। যদি খেলি, মাঠে দেখবেন। আর যদি না খেলি, আমার জন্য দোয়া করবেন।

/আরএইচ /এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply