৬ দিনের রিমান্ডে বিএনপি নেতা আমীর খসরু ও স্বপন

|

ছবি: আমীর খসরু ও জহির উদ্দিন স্বপন

পুলিশ সদস্য হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদেরকে রিমান্ড দেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। এর আগে, একইদিন সকালে গুলশানের একটি বাসা থেকে জহির উদ্দিন স্বপনকেও গ্রেফতার করে ডিবি পুলিশ।

সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। রাজধানীতে একইদিন আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলও কর্মসূচি পালন করে। কর্মসূচিকে ঘিরে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমিরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply