সম্প্রতি নেত্রকোনাসহ বেশ কয়েকটি জেলায় মেডিকেল কলেজ হাসপাতালের যে সিদ্ধান্ত নিয়েছে তা নেত্রকোনা জেলার মোহনগঞ্জে স্থাপনের দাবি জানিয়েছে মোহনগঞ্জবাসী। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে মানববন্ধন করে মোহনগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মোহনগঞ্জে মেডিকেল হাসপাতাল হওয়ার যৌক্তিকতা তুলে ধরে মানবন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা সদরের অদূরে ময়মনসিংহ সদর। সেখানে একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। নেত্রকোনা সদর থেকে ময়মনসিংহ আসতে সময় লাগে ৪০ মিনিট। কিন্তু নেত্রকোনা জেলার মোহনগঞ্জ বারহাট্টা ও খালিয়াজুড়ি থেকে ময়মনসিংহ আসা অনেক সময় সাপেক্ষ।
সময়মত হাসপাতালে পৌঁছতে না পারায় প্রতি বছর বহু সংখ্য শিশু বৃদ্ধ মারা যায়। তাই মোহনগঞ্জে হাসপাতালটি হলে শুধু নেত্রকোণাবাসীই নয় সুনামগঞ্জের ধর্মপাশা তাহেরপুর, মধ্যনগরসহ হাওরপাড়ের বিরাট জনগোষ্ঠীর উপকারে আসবে।
Leave a reply