ইউক্রেনে রুশ বাহিনীর তাণ্ডব

|

ইউক্রেনের খারকিভে রাশিয়ান ড্রোন হামলার পরে একটি ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ে একজন দমকলকর্মী দাঁড়িয়ে আছেন। ছবি: সিএনবিসি।

ইউক্রেনের খারকিভ ও খেরসনে রাতভর তাণ্ডব চালালো রুশ সেনাবহর। শুক্রবার ভোর পর্যন্ত এলাকাগুলোয় ১০টি ড্রোন আর ৪০টির বেশি মিসাইল ছুঁড়েছে রুশ বাহিনী। শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, রুশ আক্রমণে কুপিয়ানস্ক শহরে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। তাদের বাড়ির ওপর পড়ে শক্তিশালী মিসাইল। মুহুর্তেই ভস্মীভূত হয় পুরো আবাসস্থল। সাম্প্রতিক হামলায় আহত আরও ৩ বাসিন্দা। তাছাড়াও রুশ অভিযানে ধ্বংস হয়েছে একটি স্কুল, বেশকিছু বেসামরিক স্থাপনা, একটি পুলিশ স্টেশন ও প্রশাসনিক ভবন। জ্বলেপুড়ে গেছে অনেক যানবাহন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, শীত মৌসুম শুরুর পরই অভিযানের তীব্রতা বৃদ্ধি করেছে রাশিয়া। তাদের টার্গেট মূলত জ্বালানি ও পানি সরবরাহ কেন্দ্রগুলো।

এদিকে, পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধের চুক্তি বাতিলে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে, ১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় এ চুক্তি। যাতে ২০০০ সালে সই করে রাশিয়া।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply