নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠলো দিল্লিও

|

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। শুক্রবার (৩ নভেম্বর) রাতে ভূমিকম্পটি অনুভূত হয়। এ সময় ভারতের দিল্লিও কেঁপে উঠেছে।

বাংলাদেশেও বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের দিল্লি ছাড়াও নয়ডা, গুরুগ্রাম, বিহারসহ উত্তর ভারতেও অনুভূত হয় কম্পন।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ১১টা ৩২ মিনিট ৫৪ সেকেন্ডে নেপালে ভূমিকম্প হয়। রাজধানী কাঠমাণ্ডু থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ৩৩১ কিমি দূরে এর অবস্থান ছিল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এটির উৎসস্থল ছিল।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply