এশিয়া কাপের সূচি পরিবর্তন, জানতে চেয়ে বিসিবি’র চিঠি

|

এশিয়া কাপের সূচিতে শেষ মুহূর্তে কেন পরিবর্তন আনা হয়েছে, তা জানতে চেয়ে আয়োজকদের কাছে চিঠি দিয়েছে বিসিবি-জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব নিতে যাওয়া পাপন বলছেন, আজকের সভাতে এশিয়ার দেশগুলোর একতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সেই সাথে দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচে গ্যালারি ভর্তি দর্শক অবাক করেছে আয়োজকদের, তাও জানিয়েছেন পাপন।

এশিয়া কাপে বুধবার হঠাৎ করে সূচি বদল করেছে আয়োজরা। যে সূচিতে আক্ষরিক অর্থে বাংলাদেশের সমস্যা না হলেও ফর্মেট অনযায়ী বাংলাদেশকে ধরা হয়েছে গ্রুপ পর্বের দ্বিতীয় দল। তাতেই চটেছে বাংলাদেশের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সাধারণ দর্শকরা। তাইতো এর কারণ জানতে চিঠি দিয়েছে বিসিবি।

এশিয়া কাপে এবার সব ম্যাচ দুবাইতে খেলছে ভারত। বাকি দলগুলো সবাই লম্বা জার্নি করে ম্যাচ খেলছে আবু ধাবিতে। কিন্তু কেন এমন বৈষম্য। আয়োজক ভারত নাকি আগেই দিয়েছিল এই শর্ত নিশ্চিত করেছে পাপন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply