টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত পাকিস্তানের

|

নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপের ৩৫তম ম্যাচে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দু’দল।

শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে এই মহারণ।

এই ম্যাচে নিউজিল্যান্ডের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। অধিনায়ক হিসেবে আবারও একাদশে ফিরেছেন উইলিয়ামসন। ফলে খেলতে পারছেন না উইল ইয়াং। এছাড়া ম্যাট হেনরি ও জিমি নিশামের পরিবর্তে একাদশে এসেছেন ইশ সৌধি ও মার্ক চ্যাম্পমান।

পাকিস্তান একাদশেও এসেছে একটি পরিবর্তন। উসামা মীরের পরিবর্তে একাদশে এসেছেন হাসান আলী।

নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাম্পমান, মিচেল স্যান্টনার, ইশ সৌধি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, আঘা সালমান, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply