ভারত শিবিরে দুঃসংবাদ, বিশ্বকাপ স্বপ্ন শেষ পান্ডিয়ার

|

গত ১৯ অক্টোবর বাংলাদেশে বিপক্ষে ইনিংসের নবম ওভারে চোট পান হার্দিক।

চলতি বিশ্বকাপে স্বাগতিক ভারতকে যেন আটকানোর কেউই নেই! টানা সাত জয়ে রীতিমতো উড়ছে ভারত। তবে সেমিফাইনালের আগে নিজস্ব শিবিরে বেশ বড় ধাক্কাই খেলো দলটি। চোটের কারণে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ইতোমধ্যে বিশ্বকাপের তিনটি ম্যাচ মিস করেছেন পান্ডিয়া। সেমিফাইনালের আগে আরও দু’টি ম্যাচ খেলবে ভারত। প্রাথমিকভাবে চোট পাওয়ার পরে ধারণা করা হচ্ছিল একটি বা দু’টি ম্যাচ পরেই ফিরবেন তিনি। তা না হলেও অন্তত সেমিফাইনাল নিশ্চিতভাবেই খেলতে পারবেন। ফলে বিশ্রামের পরামর্শ দেয়া হয় তাকে। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের স্বপ্ন আর পূরণ হলো না এই অলরাউন্ডের। ছিটকে গেলেন পুরোপুরিভাবে।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, গোড়ালির লিগামেন্টে ক্ষতি হয়েছে হার্দিকের। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন চলছে তার।

হার্দিকের পরিবর্তে দলে কোনও অলরাউন্ডার নেয়নি ভারত। বিসিসিআই’র প্রস্তাবে মাত্র ১৯টি ওয়ানডে ম্যাচ খেলা পেসার প্রসিধ কৃষ্ণ দলভুক্ত হয়েছেন। তবে তিনি একাদশে সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে রয়েছে প্রশ্ন। কারণ চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের তিন পেসার বুমরাহ, সিরাজ ও মোহাম্মদ শামি। ফলে শার্দুল ঠাকুরও জায়গা পাচ্ছেন না একাদশে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ইনিংসের নবম ওভারে চোট পেয়েছিলেন পান্ডিয়া। লিটন দাসের একটি স্ট্রেইট ড্রাইভ ঠেকাতে গিয়ে বাজেভাবে পড়ে যান তিনি। তখন তার বাম পায়ের গোড়ালি মচকে যায়। মাঠেই কিছুক্ষণ সেবা-শুশ্রূষার পরে বোলিং করার জন্য চেষ্টাও করেছিলেন তিনি। তবে তীব্র ব্যথায় শেষ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।

এমএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply