সিলেট ব্যুরো:
সিলেটে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে চুরি হওয়া টাকা উদ্ধার হয়নি এখনও। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ নভেম্বর) সকালে বুথে টাকা সরবরাহের কোম্পানি সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা ঢোকানো হয়। ৩০ অক্টোবর বুথে ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল ধরা পড়ে। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ২৮ অক্টোবর রাতে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক ও চোখে চশমা পড়ে ২-৩ জন ব্যক্তি বুথের ভল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যায়।
সিকিউরেক্স কোম্পানির এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হককে সন্দেহের তালিকায় রেখে অভিযোগ দায়ের করেছে কোম্পানিটি। চুরি হওয়া টাকা উদ্ধার ও ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
/এমএন
Leave a reply