গাজার শিশুদের রক্তমাখা ছবি মনে নাড়া না দিলে, সে হৃদয়হীন: পুতিন

|

গাজার শিশুদের রক্তমাখা ছবি কারও মনে নাড়া না দিলে, সে হৃদয়হীন। এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৩ নভেম্বর) মস্কোতে একটি সভায় কথা বলার সময় মন্তব্য করেন তিনি। খবর মিডলইস্ট মনিটরের।

পুতিন বলেন, গাজায় নিষ্পাপ শিশুদের কষ্ট আর রক্তাক্ত শরীর দেখলে যে কারো চোখে জল আসবে। ক্ষোভ জন্মাবে। এটাই স্বাভাবিক মানুষের প্রতিক্রিয়া। এ অনুভূতি না হলে, তারা হৃদয়হীন; পাথরের অন্তর তাদের।

ক্রেমলিন প্রধান আরও বলেন, আমাদের এখন মাথা ঠান্ডা রাখতে হবে। বুঝতে হবে এই পৈশাচিক কর্মকাণ্ডের শেকড় কোথায়; কোথা থেকে আসছে এসবের উসকানি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply