মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত উদ্বোধনের পর এবার মতিঝিল স্টেশনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ৩টা ৫ মিনিটে ট্রেনটি প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীদের নিয়ে মতিঝিল স্টেশনে পৌঁছান।
শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৪১ মিনিটের দিকে আগারগাঁও স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীকে বহনকরা ১০ নম্বর কোচ। আসমা আক্তার ছিলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোর অপারেটর।
প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি ধন্যবাদ জানাই জাপান সরকার এবং জাপানের যারা সহযোগী হিসেবে কাজ করেছে। বিশেষ করে ধন্যবাদ জানাই সেতু মন্ত্রণালয় ও মন্ত্রীকে। পাশাপাশি এই মেট্রোরেল নির্মাণের সাথে যত শ্রমিক এবং যারা কাজ করেছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তাদেরকে শুভেচ্ছা জানাই এই কারণে- তারা খুবই আন্তরিকতার সাথে কাজ করেছে। কোভিডকালীনও তারা কাজ করে দ্রুত এটি শেষ করে দিয়েছে।
তিনি আরও বলেন, আজকে আমি খুবই আনন্দিত। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আমরা এটি চালু করছি। কমলাপুর রেলস্টেশন পর্যন্ত এটি বর্ধিত করা হবে।
এটিএম/
Leave a reply