যারা আগুন দিতে আসবে, তাদের কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে। যদি বন্ধ না করে, তা হলে কীভাবে বন্ধ করাতে হয় তা আওয়ামী লীগের জানা আছে।
শনিবার (৪ নভেম্বর) বিকালে মেট্রোরেলের উদ্বোধন শেষে আরামবাগে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন মানুষের উন্নয়নে কাজ করে, বিএনপি তখন মানুষ পুড়িয়ে আন্দোলন করে। জনগণ যদি বিএনপির মালিকানাধীন সম্পত্তি পোড়াতে শুরু করে, তখনই তারা বুঝবে পারবে।
প্রধানমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের হুকুমদাতাকে বিদেশ থেকে ধরে এনে দেশে শাস্তি নিশ্চিত করা হবে। ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের হরতালে সহনশীলতা দেখানোর জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী। জনসভায় দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান তিনি।
এসজেড/
Leave a reply