ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (৫ নভেম্বর)। নির্বাচন উপলক্ষে শনিবার দুপুর থেকে নির্বাচনী সরাঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
লক্ষ্মীপুর সদরের ১১৫ টি কেন্দ্রে ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার চার লাখের কিছু বেশি। নৌকা-জাতীয় পার্টি’সহ ৪টি দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচনের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে র্যাব-বিজিবি।
অন্যদিকে, সরাইল-আশুগঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। ভোটের মাঠে প্রার্থী ৫ জন। ভোটার ৪ লাখের কিছু বেশি। এই দু’টি আসনের সংসদ সদস্যরা মারা যাওয়ায় আসন দুটি শূন্য ঘোষণা করা হয়।
এএস/এনকে
Leave a reply