শেষ মুহূর্তের গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে বার্সেলোনা। পুরো ম্যাচের বেশিরভাগ সময়ে আধিপত্য দেখানো সোসিয়েদাদ হেরে গিয়েছে রোনালদ আরাউহোর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে। এই জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে কাতালান জায়ান্টরা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে বার্সেলোনার ওপর আধিপত্য বিস্তার করে সোসিয়েদাদ। শুরুর কয়েক মিনিটে বার্সেলোনাকে কোণঠাসা করে রাখে সোসিয়েদাদ। প্রথম চার মিনিটে দুটি ভালো সুযোগ পায় তারা। তবে সেখানে বাধা হয়ে দাঁড়ান বার্সা গোলরক্ষক টের স্টেগান। প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বক্সে পড়ে যান জোয়াও ফিলিক্স। পেনাল্টির আবেদন করলেও তাতে সাড়া দেননি রেফারি।
দ্বিতীয়ার্ধে একাদশে চার পরিবর্তন আনে বার্সেলোনা। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না দলটি। তবে ইনজুরি সময়ে রোনালদ আরাউহোর হেডে স্বস্তির জয় নিশ্চিত হয় কাতালানদের। অবশ্য শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও পরে ভিএআরের সহায়তায় গোল দেন রেফারি।
/এমএইচ
Leave a reply