ফিলিস্তিনে গণহত্যায় সমর্থন দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমন অভিযোগ করলেন মার্কিন কংগ্রেসের সদস্য রাশিদা তালিব। শনিবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন ডেমোক্র্যাট দলীয় এই আইনপ্রণেতা। সামাজক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা ভিডিওবার্তায় তিনি সতর্ক করে বলেন, আগামি বছরের নির্বাচনে প্রভাব ফেলবে বাইডেন প্রশাসনের এই অবস্থান। তালিব হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন জনগণ মনে রাখবে ডেমোক্র্যাটদের এই ভূমিকার কথা।
অপর এক পোস্টে, ন্যায়বিচার ও সব মানুষের মর্যাদার জন্য নিজের অবস্থানের কথা জানান মিশিগানের এই আইনপ্রণেতা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভুত সদস্য রাশিদা তালিব। বরাবরই ইসরায়েলের সমর্থনে মার্কিন নীতির বিরোধিতা করে আসছেন তিনি।
/এআই
Leave a reply