বিশ্বকাপের ৩৭তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে টেবিল টপার ভারত। রোববার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে রোমাঞ্চকর এই ম্যাচটি। এই ম্যাচের মাধ্যমে নির্ধারিত হতে পারে টেবিলের শীর্ষস্থানে কে থাকছে।
দারুণ ফর্মে রয়েছে স্বাগতিক ভারত। ইতোমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে তারা। এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে পয়েন্ট তালিকার প্রথম স্থানেও রয়েছে রোহিতের নেতৃত্বাধীন দলটি। তাদের নেট রান রেট হলো +২.১০২।
দক্ষিণ আফ্রিকাও এই মুহূর্তে দুর্ধর্ষ ফর্মে রয়েছে। এখন পর্যন্ত মাত্র ১টি ম্যাচে হেরেছে তারা। বাকি ৬টি ম্যাচের প্রত্যেকটিতেই তারা জয় পেয়েছে। তাই ভারতের বিরুদ্ধে ম্যাচটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ম্যাচটি জিততে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যেতে পারে প্রোটিয়ারা।
বর্তমানে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তাদের নেট রান রেট +২.২৯০।
ভারতের প্রাণভোমরা বিরাট কোহলিও আছেন দুর্দান্ত ফর্মে। আসরে এখন পর্যন্ত অসাধারণ ফর্ম দেখিয়ে ৭ ইনিংসে ৪৪২ রান করেছেন তিনি। দারুণ ফর্মে রয়েছেন রোহিত শর্মাও।
অন্যদিকে প্রোটিয়া রাসি ভ্যান ডার ডুসেনও আছেন দারুন ফর্মে। টুর্নামেন্টে এখন পর্যন্ত বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। উইকেটরক্ষক কুইন্টন ডি কক তো ইতোমধ্যে ৪টি শতরানসহ ৫৪৫ রান করে ফেলেছেন। সাথে হেনরিখ ক্লাসেনও আছেন খুনে ফর্মে।
বল ও ব্যাট হাতে মার্কো জ্যানসেন দক্ষিণ আফ্রিকাকে এখন পর্যন্ত খুব ভালো সার্ভিস দিয়েছেন। ব্যাট হাতে ১৪৩ রান করার পাশাপাশি বল হাতেও ১৬টি উইকেট নিয়েছেন তিনি।
অন্যদিকে এই মুহূর্তে ভারতীয় বোলারদের মধ্যে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন মোহাম্মদ শামি। টুর্নামেন্টে মাত্র ৩টি ম্যাচ খেলে ইতোমধ্যেই ১৪টি উইকেট নিয়ে ফেলেছেন তিনি।
/এমএইচ
Leave a reply