গাজা শহরে দখলদার বাহিনীর প্রবেশ ঠেকাতে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছেন হামাস যোদ্ধারা। শনিবার তুমুল লড়াইয়ের দুটি ভিডিও প্রকাশ করেছে সামরিক শাখা কাশেম ব্রিগেড। রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, টেলিগ্রামে প্রকাশিত বার্তায় স্বাধীনতাকামীরা জানিয়েছে, আল শাতি ক্যাম্প এবং শেখ রাদওয়ান এলাকায় শত্রুদের ঠেকিয়ে দিয়েছে তারা। পাল্টা অভিযানে ধ্বংস হয়েছে অন্তত ১০টি ইসরায়েলি ট্যাংক ও একটি সাঁজোয়া যান।
বার্তা সংস্থা রয়টার্স ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেয়াল, মসজিদের মিনার দেখে উপকূলীয় এলাকাটির অবস্থান নিশ্চিত করেছে। তাছাড়া বেইত হানুন শহরেও ইহুদি বাহিনীর সাথে তুমুল যুদ্ধে জড়ান হামাস যোদ্ধারা।
রয়টার্সকে স্বাধীনতাকামীরা জানিয়েছে, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত তারা। গোপন সুড়ঙ্গে যোদ্ধাদের জন্য সংরক্ষিত আছে বিপুল অস্ত্র, গোলাবারুদ, খাবার আর প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম।
/এআই
Leave a reply