অবরুদ্ধ গাজায় শরণার্থী শিবিরগুলোয় ইসরায়েলের নির্বিচার হামলা চলছেই। টার্গেট করা হয়েছে ওয়াটার স্টেশনও। রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, মাঘাজি রিফিউজি ক্যাম্পের হামলায় প্রাণ হারিয়েছে অর্ধ-শতাধিক ফিলিস্তিনি। এদিকে, জাবালিয়া শরণার্থী শিবিরেও হয়েছে হামলা। শনিবারও রাতভর বোমাবর্ষণ হয় গোটা উপত্যকায়। বিশেষভাবে, উত্তরাঞ্চলে আরও জোরদার হয়েছে হামলা। বাদ যায়নি স্কুল, হাসপাতাল এবং অ্যাম্বুলেন্সও। বিধ্বস্ত হয়েছে বহু আবাসিক ভবন। মুহুর্মুহু বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড থেকে নিরাপদে নেই কোনো এলাকা।
ইসরায়েলি বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযানও। ট্যাংক নিয়ে ইহুদি সেনাদলের অগ্রসর হওয়ার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
উল্লেখ্য, ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় প্রাণহানি সাড়ে ৯ হাজার ছুঁই ছুঁই। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
/এআই
Leave a reply