সিলেটে এটিএম বুথ থেকে চুরি হওয়া টাকা উদ্ধার

|

ছবি: সংগৃহীত

সিলেট ব্যুরো:

সিলেটে এটিএম বুথ থেকে চুরি হওয়া ২৬ লাখ ৩২ হাজার টাকার মধ্যে ১৮ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি ৮ লাখ টাকা উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) দুপুরে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থান থেকে সিকিউরেক্স কোম্পানির দু’জনসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, আলবাব হোসেন (২২), নুরুল ইসলাম মুন্না (২৫), আমিনুল হক (২৪)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা জুয়ায় আসক্ত, টাকা জোগাড় করতেই এই চুরিকাণ্ড করেছে তারা। বাকি টাকা গ্রেফতারকৃদের অ্যাকাউন্টে জমা আছে বলেও জানিয়েছে পুলিশ। এদের মধ্যে আমিনুল দেশের আরও ৮ টি বুথ থেকে ৯ লাখ টাকা চুরি করেছে বলেও জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, প্রতিষ্ঠানটির নিরাপত্তা দুর্বলতা থাকার কারনে এই ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর জেলার ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল ধরা পড়ে। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ২৮ অক্টোবর রাতে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক ও চোখে চশমা পড়ে ২-৩ জন ব্যক্তি বুথের ভল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে, গত শুক্রবার সকালে বুথে টাকা সরবরাহের কোম্পানি সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বিমানবন্দর থানায় মামলা করা হয়।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply