তালেবান-ইসরায়েলের সাথে বিএনপির কোনো পার্থক্য নেই: তথ্যমন্ত্রী

|

ছবি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ । ফাইল ফটো

বিএনপি নিষিদ্ধ সংগঠনের মতো কর্মসূচি ঘোষণা করছে। তালেবান, ইসরায়েলের সাথে তাদের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিং-এ এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। কিন্তু অবরোধের নামে মানুষের জানমালের ওপর হামলা চালাচ্ছে বিএনপি। ইসরায়েল বাহিনীর মতো বিএনপি জামায়াত হামলা চালাচ্ছে। তারা এখন পর্যন্ত গাজায় হামলা নিয়ে একটা শব্দও বলেনি।

তথ্যমন্ত্রী জানান, বিশ্বের ১২টি দেশ বাংলাদেশের গার্মেন্টস পণ্য প্রত্যাহার করেছে বলে একটি পত্রিকা সংবাদ প্রকাশ করেছে। এমন ভুল সংবাদের জন্য সেই পত্রিকার কাছে জবাবদিহিতা চাওয়া হবে। মির্জা ফখরুল ইসলামকে মুক্তির জন্য যে বিশিষ্ট ব্যক্তিরা বিবৃতি দিয়েছেন তারা বিএনপিপন্থী বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply