শুধু গাজায় যুদ্ধ চালাতে ইসরায়েলের খরচ হবে ৫ হাজার ১০০ কোটি ডলার

|

গাজায় ইতিহাসের স্মরণীয় বিধ্বংসী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মুহুর্মুহু রকেট, মিসাইল হামলা তো চলছেই, সেই সাথে স্থলপথেও শুরু হয়েছে আগ্রাসন। যেনো গোটা ফিলিস্তিনি জাতিকেই নিধন করার অভিযানে নেমেছে ইসরায়েল। এতে ব্যয়ও হচ্ছে কম নয়। এই যুদ্ধ পরিচালনায় ইসরায়েলকে গুণতে হবে পাঁচ হাজার ১০০ কোটি ডলার। খবর ব্লুমবার্গের।

রোববার (৫ নভেম্বর) দেশটির শীর্ষস্থানীয় একটি পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়, ৮ মাস থেকে এক বছর পর্যন্ত এই যুদ্ধ চললে ইসরায়েলের খরচ হবে পাঁচ হাজার ১০০ কোটি ডলার। এই পরিমাণ অর্থ দেশটির মোট জিডিপির ১০ শতাংশ।

তবে এই হিসাবের মধ্যে হিজবুল্লাহ-ইরান-ইয়েমেনে যুদ্ধের খরচ বাদ দেয়া হয়েছে। এই যুদ্ধগুলোর ব্যয় যুক্ত হলে খরচের আকার দাঁড়াবে অকল্পনীয়।

এদিকে, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আঞ্চলিক পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়লে যুদ্ধের ব্যয় কয়েকগুণ বাড়বে। একে অর্থনীতির জন্য বড় ধাক্কা হিসেবে আখ্যা দেয়া হচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply