ইসরায়েল-হিজবুল্লাহর লড়াই, ভিডিও প্রকাশ উভয় পক্ষের

|

ছবি: এপি

ইসরায়েল-হিজবুল্লাহর তুমুল লড়াই অব্যাহত উত্তরাঞ্চলীয় সীমান্তে। শনিবার (৪ নভেম্বর) পাল্টাপাল্টি হামলার ভিডিও প্রকাশ করেছে উভয়পক্ষ। খবর এপির।

এদিন লেবাননের সশস্ত্র সংগঠনটির একাধিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে তেল আবিব। একাধিক ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননে ঘটায় অনুপ্রবেশ। দাঁত ভাঙ্গা জবাব দেয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহও। জানায়, অন্তত তিনটি সামরিক ঘাটিতে ছোঁড়া হয়েছে রকেট। ধ্বংস করেছে কমিউনিকেশন টাওয়ারসহ একাধিক স্থাপনা।

এর আগে, শুক্রবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ। জানায়, শিগগিরই গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন না থামলে গোটা অঞ্চলে ছড়াবে উত্তেজনা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply