লক্ষ্মীপুর করেসপনডেন্ট:
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক। রোববার (৫ নভেম্বর) আনুমানিক রাত সোয়া ৮টায় বেসরকারিভাবে গোলাম ফারুককে বিজয়ী ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।
নৌকার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল) পেয়েছেন ৩ হাজার ৮৬৪ ভোট। জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য সামছুল করিম খোকন (গোলাপ ফুল) পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য সেলিম মাহমুদ পেয়েছেন (আম) ৫১৩ ভোট।
এদিকে, দুপুর সোয়া ২টার দিকে জাল ভোট, কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেয়া ও বের করে দেয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেন জাপা ও জাকের পার্টির প্রার্থী।
/এএস /এএম
Leave a reply