এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে দুই ইংলিশ জায়ান্ট চেলসি আর আর্সেনাল। জয় পেয়েছে এসি মিলান আর সেভিয়াও।
এমিরেটসে শুরু থেকেই দাপট ছিলো গানারদের। তবে ভোরসলার বিপক্ষে গোলের জন্য ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়ে আর্সেনালকে। ওবামেয়াং এর গোলে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ড্যানি ওয়েলব্যাকের গোলে ব্যবধান ২-০ করে আর্সেনাল। আর ৫৬ মিনিটে ওবামেয়াং এর ২য় গোলে ৩-০ এর লিড নেয় তারা। ৭৪ মিনিটে মেসুত ওজিলের গোলে বড় ব্যবধানে স্বপ্ন দেখালেও ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ৭৬ মিনিটে চেসেনেকভের গোলের পর অতিরিক্ত সময়ে শার্পারের গোল ব্যবধান ৪-২ করে ভোরসলার।
গ্রিস ক্লাব পাওকের মাঠে ব্লুজরা ছিলো দারুণ ছন্দে। ম্যাচের ৭ মিনিটেই উইলিয়ানের গোলে লিড নেয় তারা। তবে এরপর একাধিক আক্রমন করেও গোলের দেখাও পায়নি কোনো দলই। ম্যাচের ৬০ ভাগ বল দখলে রেখেও আর কোনো সাফল্য না পাওয়ায় ১-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
Leave a reply