অগ্নিসন্ত্রাসী ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবে ডিএমপি

|

ফাইল ছবি

রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতাকারী ও অগ্নিসন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর পেট্রোল পাম্প মালিক সমিতি এবং তাদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সাথে বৈঠকে তিনি এ কথা বলে।

এ সময় তিনি বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনা দেন। ডিএমপি কমিশনার বলেন, লাইসেন্স ছাড়া শহরের যেকোনো এলাকায় জ্বালানি তেল বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বেআইনিভাবে খুচরা তেল বিক্রি বন্ধ করতে হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় ২৪ ঘণ্টা গোয়েন্দাদের পাশাপাশি নগর পুলিশ কাজ করে যাচ্ছে।

কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে নগরবাসীকে উদ্বিগ্ন না হতে এ সময় পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply