গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

|

সোমবার দুপুরে গুলিস্তানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের পরে নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে সোমবার (৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতাকারী ও অগ্নিসন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। সোমবার (৬ নভেম্বর) রাজধানীর পেট্রোল পাম্প মালিক সমিতি এবং তাদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply